নিকলীর নদীতে অবৈধ মাটি কাটার অপরাধে একলক্ষ টাকা জরিমানা আদায়।
শেখ উবাইদুল হক স¤্রাট নিকলী(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃকিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান অদালত একলক্ষ টাকা জরিমানা আদায় করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধা সাতটায়,উপজেলার দৌলতপুর গজারীয়া গ্রামের নদী থেকে ড্রেজারে মাটি কাটাকালে,ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াহ ইয়া খান সংগীয় থানা পুলিশ নিয়ে উপস্থিত হয় এ সময় গ্রীন ষ্টার নেভিগেশন ড্রেজারের কর্মচারী ও পটোয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা মোঃ আবু কাউছার(৪০) এবং বরিশাল জেলার কতোয়ালী থানার রুহুল আমিন (২০) নামের দুই ব্যাক্তি কে আটক করে।রাত দশটায় নির্বাহী ম্যাজিষ্টেট ও নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আটককৃত ব্যাক্তিদের প্রত্যেক কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে,অনাদায়ে ছয়মাস কারাদন্ডের নির্দেশ দেন। আদালতের নির্দেশনায় আটককৃত ব্যাক্তিদ্বয় একলক্ষ টাকা জরিমানা দিয়ে ভ্রাম্যমান আদালত থেকে মুক্তি নেয়।