২২ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি
নিউজ ডেস্ক : দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অন্যায়ভাবে’ সাজা দেওয়ার প্রতিবাদে এবং তার মুক্তি দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীতে সমাবেশ করতে চায় বিএনপি। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে এবং তার মুক্তি দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে বিএনপির উদ্যোগে আমরা সমাবেশ করতে চাই।’ সমাবেশের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনুমতি চাওয়া হয়েছে।’ অপর এক প্রশ্নের জবাবে রিজভী জানান, খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলায়’ সাজা দেওয়ার প্রতিবাদে শনিবার বিএনপি ঘোষিত গণ-স্বাক্ষর কর্মসূচি পালন করা হবে। শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, অধ্যাপক আমিনুল ইসলাম, নিপূণ রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।