রাঙ্গুনিয়ায় আছবা ওয়াজেদ মেমোরিয়াল ফ্রি চিকিৎসা ক্যাম্প
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ঘাগড়া সাত ঘরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছবা ওয়াজেদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ফ্রি চিকিৎসা ক্যাম্প দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এতে চর্মরোগ, প্রসূতি ও গাইনি, অর্থোপেডিক, চক্ষু বিশেষজ্ঞ সহ ১২ জন ডাক্তার ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। রাজানগর ও আশেপাশের বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার রোগী ক্যাম্প থেকে চিকিৎসার পাশাপাশি ফ্রি ঔষধও পান। ক্যাম্পে চিকিৎসা দেন ডা. ওয়াকিল আহমদ, ডা. আমির খসরু, ডা. নাসরিন, ডা. সুদর্শন বড়–য়া, ডা. মোরশেদা বেগম পান্না, ডা. কে এম ফোরকান উদ্দিন, ডা. নজরুল ইসলাম চৌধুরী, ডা. জিনাত রেহেনা সিপু, ডা. মাহমুদুর রহমান, ডা. শাহাদাত হোসেন, ডা. এম এ হাছান চৌধুরী, ডা. সালেক ঘোষ, ডা. জোনাইদ মাহমুদ খাঁন। এদিন বিদ্যালয়টির এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা.ওয়াকিল আহমদ। বক্তব্য দেন বৃহত্তর রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কে কে এম রফিক বিন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ মিয়া চৌধুরী, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি হাসান ইবনে কাশেম, বর্তমান সভাপতি মোরশেদ আলম চৌধুরী, সদস্য মো. কামাল উদ্দিন, আবু শাহাদাত চৌধুরী, ইউপি সদস্য মো. জসিম উদ্দিন, এরশাদুর রহমান তালুকদার, আব্দুল বারেক, আজিজুর রহমান, যুবলীগ নেতা জাহেদুল ইসলাম তালুকদার প্রমুখ।