প্রশ্নপত্র ফাসের সাথে জড়িত থাকার অভিযোগে১০ শিক্ষার্থী সহ মোট ১৩জন আটক
নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাসের সাথে জড়িত থাকার অভিযোগে১০ শিক্ষার্থী সহ মোট ১৩জনকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেরার চাদপুর উচ্চ বিদ্যালয় থেকে তাদেরকে আটক করা হয়। র্যাব -৫ জানায়, বৃহস্পতিবার ছিল এসএসসি পরীক্ষার রসায়ন বিষয়ের পরীক্ষা। বেশ কয়েক দিন ধরেই এই উপজেলায় প্রশ্নপত্র ফাসের গুজব ছড়িয়ে পড়ে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে চাদপুর উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন পরীক্ষার্থীর মোবাইল ফোন তল্লাশি করে র্যাব সদস্যরা। পরে রসায়ন বিষয়ের সাথে মোবাইলে আসা পরীক্ষার প্রশ্নপত্র মিলে যাওয়ার কারনে ১০জন শিক্ষার্থী এবং ১জন শিক্ষক সহ মোট ১৩জনকে আটক করা হয়। পরে বিস্তারিত জিজ্ঞঅসাবাদের জন্য আটককৃতদের লালপুর উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। #