মহেশপুরে ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে আসবাবপত্র হস্তান্তর ও স্কুল ব্যাগ বিতরন অনুষ্ঠিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে আসবাবপত্র হস্তান্তর ও স্কুল ব্যাগ বিতরন করা । বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন শেখ, গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে আসবাবপত্র হস্তান্তর ও ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়। এছাড়া ফতেপুর ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরন করা হয়। উক্ত বিতরন সভাটি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ১১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি কাসে ৩জন করে কৃতি ছাত্র ছাত্রীকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্কুল ব্যাগ দেওয়া হয়।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ