পতœীতলায় বিএনপির পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত
দিলিপ চৌহান, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে পতœীতলা উপজেলায় পৃথক পৃথক ভাবে মানববন্ধন পালন করেছে পতœীতলা থানা বিএনপি।
সোমবার বেলা ১২টায় কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ সামসুজ্জোহা খান জোহার নেতৃত্বে নজিপুর সরদার পাড়ার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুর রহমান ছিরি, বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল ফারুক, বায়েজিদ রায়হান শাহীন, মাহবুব সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
অপরদিকে জেলা বিএনপির সহ-সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে বেলা আনুঃ সাড়ে ১২টার দিকে উপজেলার চকজয়রাম মোড়ে একটি মানববন্ধব কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শেখ, আব্দুস সামাদ, শাহাদৎ আলী মোল্লা, আব্দুল কাদের সহ উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, সেচ্ছা সেবকদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
পতœীতলায় ছাত্রলীগের বিােভ মিছিল
দিলিপ চৌহান, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পতœীতলায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার বেলা ১১ টায় একটি বিােভ মিছিল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিণ করেছে।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রুবেল হোসেন ও যুগ্ম-আহবায়ক আব্দুল আহাদের নেতৃত্বে বিােভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নওগাঁ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ (অরুন), নজিপুর পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুল আলম বেন্টু, নজিপুর পৌর ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন (পারভেজ), নজিপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান আলী (নাহিদ), সাধারণ সম্পাদক মাসুদ রানা, নজিপুর ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিম রিফাত, বিলাস, রিয়াদ, তিতাস সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ প্রমূখ।