বেগম খালেদা জিয়ার রায়ের প্রদিবাদে বাজিতপুর বিএনপির মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ বিএনপির দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছরের জেলের বায় দেওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান উজ্জলের নেতৃত্বে সাবেক এমপি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মজিবুর রহমান মঞ্জুর বাসভবনস্থ দলীয় কার্যালয় হতে মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রদিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান উজ্জল, পৌর ছাত্রদলের সভাপতি সাহরিয়ার শামিম, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আলম আশরাফ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সজিব শিকদার, সাংগঠনিক সম্পাদক মো: রবিন মিয়া। সভাটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রনি ভূইয়া। সমাবেশে বক্তারা অনুতিবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। মিছিল পরবর্তি সময়ে বাজিতপুর দলীয় কার্যালয় ও মজিবুর রহমান মঞ্জুর বাসভবনে পুলিশ ঘেরাও করে।

দ্বিতীয় বারের মত এডভোকেট আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ায় বাজিতপুরের আওয়ামীলীগের নেতাকর্মীদের মতবিনিময় সভায় আনন্দ ও মিষ্টি বিতরণ

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ ভাটির সার্দুল ও এডভোকেট আব্দুল হামিদ দ্বিতীয় বারের মত রাষ্ট্রপতি হওয়ায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বসন্তপুরে কয়েকশ আওয়ামীলীগ নেতাকর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শেখ নুরুন্নবী বাদল। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী আলাউল হক, জেলা কৃষকলীগের সহ সভাপতি ফারুক আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক রকিবুল হাসান শিবলী, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, পৌর কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম জজ মিয়া, পিরিজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ সোমন ও সাবেক চেয়ারম্যান মইন উদ্দিন। মতবিনিময় সভা শেষে মিষ্টি বিতরণ করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ