শ্রীবরদীতে মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আ’লীগের শান্তিপুর্ণ অবস্থান কর্মসুচি
মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অর্ফানেস্ট ট্রাস্ট মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা ও জনমনে ভীতি সৃষ্টির লক্ষে শেরপুরের শ্রীবরদীতে মালবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৪ টায় উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ার চর বাজারে। শ্রীবরদী থানার ওসি রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। এছাড়া উপজেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। উপজেলা শহর থেকে কোন দুরপাল্লার গাড়ি ছেড়ে যায় নাই। পুলিশ সতর্ক অবস্থানে আছে।
বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অর্ফানেস্ট ট্রাস্ট মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ উদ্দেশ্যকে সামনে রেখে আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সহযোগি সংগঠন শহরের চৌরাস্তা মোড়সহ গুরুত্বপুর্ণ পয়েন্টে শান্তিপুর্ণ কর্মসুচি পালন করেছে। তবে বিএনপি’র কোন নেতা-কর্মীকে কোথাও দেখা যায় নাই।