সংবিধান লংঘন করে অনৈতিক রায় দেয়া হয়েছে: মওদুদ
নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় সংবিধান লংঘন করে অনৈতিকভাবে সাজা দেয়া হয়েছে। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মওদুদ এ কথা বলেন। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দিয়ে রায় ঘোষণা করেন আদালত। মওদুদ বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। কোনো সম্পর্ক নেই। এ মামলায় খালেদা জিয়া কোনোভাবে জড়িত নন। এমনকি এ সংক্রান্ত কোনো ব্যাংক অ্যাকাউন্টও খালেদা জিয়ার নামে নেই। তারপরও মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। সাবেক এ আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী এ ধরনের মামলার রায় ইনপাবলিকলি হতে হবে। কিন্তু এ রায়ে তা মানা হয়নি। কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি আইনজীবীদেরকেও প্রবেশ করতে দেয়া হয়নি। এ রায় ইনপাবলিকলি হয়নি। এটা আমরা স্বীকার করি না। এটা সংবিধানের লংঘন।তিনি বলেন, আজকে গণমাধ্যমকে আদালতে প্রবেশ করতে দেয়া হয়নি। অথচ এর আগে শুনানির সময় গণমাধ্যম প্রবেশ করেছিল। কিন্তু আজ কেন গণমাধ্যমকে প্রবেশ করতে দেয়া হয়নি? এমন প্রশ্ন রাখেন মওদুদ।