হোসেনপুর-পাকুন্দিয়া সড়কের বেহাল দশা ঃ জনদূর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার  ঃ কিশোরগঞ্জের হোসেনপুর-পাকুন্দিয়া সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কারর্পেটিং ও ইটের সলিং ঊঠে গিয়ে বড়-বড় গর্তের সৃষ্টি হয়ে বর্তমানে যানচলাচলে অনুপোযুগী হয়ে পড়েছে। ফলে এসব স্থানে গাড়ী উল্টে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার চেয়েছেন।
সরেজমিনে গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারী ) হোসেনপুর-পাকুন্দিয়া-মঠখলা সড়কের বিভিন্ন জায়রগায় দেখাযায়, অসংখ্য স্থানে ছোট-বড় খানাখন্দে ভরা। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কটি যানচলাচলের অনুপোযুগী হয়ে পড়েছে। তাছাড়া বেশ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ছোট ও মাঝারি যানবাহন আটকে গিয়ে প্রায়ই দূর্ঘটনায় পতিত হচ্ছে।
উল্লেখ্য, হোসেনপুর-পাকুন্দিয়া-ঢাকা সড়কে প্রতিদিন শতশত বাস ,ট্রাক,পাইভেটকারসহ বিভিন্ন যানবাহন বিপদজনকভাবে চলাচল করছে।এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা,বাড়ছে প্রাণহানির সংখ্যা।
এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ রকিবুল আহসান জানান, পৌর এলাকার বিভিন্ন রাস্তা,ড্রেন, ফুটপাতসহ বিভিন্ন উন্নায়ন মূলক কাজ চলছে তবে মহাসড়ক সংষ্কার ও রক্ষনা-বেক্ষণ কাজের বরাদ্ধ পেলে খুব দ্রুত সময়ের মধ্যেই বাস্তাবায়ন হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

 

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ