নিকলী উপজেলা বিএনপি সভাপতি গ্রেফতার

শেখ উবাইদুল হক সম্াট নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আজ ৫ই ফেব্রুয়ারী সোমবার সকাল ১২ টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শহর থেকে নিকলী উপজেলা বিএনপি সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা এ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু কে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ।
উপজেলা বিএনপি দলীয় কার্যালয় সূত্রে জানা যায়,আজ সোমবার বেগম খালেদা জিয়া সড়ক পথে হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত কর্মসূচীতে পথ সভায় অংশ নিতে নিকলী উপজেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু সহ কিশোরগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপজেলা শহরের প্রধান সড়কে অবস্থান নেয়। পথ সভা নসাৎ করতে ভৈরব থানা পুলিশ ১৪৪ ধারা জারি করে। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে নেতকর্মীরা বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানাতে রাস্তায় নেমে আসে। এ সময় হাজারো নেতাকর্মীদের মধ্য থেকে জেলা ছাত্রদলের আহব্বায়ক তরিকুজ্জামান পার্নেল,নিকলী উপজেলা বিএনপি সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সাংসদ পুত্র এ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু,ভৈরব উপজেলা বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সহ অর্ধশত বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলায় সর্বত্রই নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। আটই ফেব্রুয়ারীতে খালেদা জিয়ার জিয়া অর্পানেজ মামলার রায়কে কেন্দ্র করে পুলিশের তৎপরতা বৃদ্ধি হওয়ায় নিকলী সহ জেলার বিভিন্ন উপজেলার বিএনপি নেতাকর্মীরা অনেকটায় কৌশলগত অবস্থানে আত্মগোপন করে আছে। ঘটনার পর পর নিকলী উপজেলা বিএনপি অফিসে গেলে দলীয় কার্যালয়ে তালাবদ্ধ দেখা যায়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ