গৌরীপুরে বিদ্যুৎ স্পর্শে ৫ সন্তানের জননী নিহত
গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব ঃ ময়মনসিংহের গৌরীপুরে ৩ ফেব্রুয়ারী (শনিবার) বিকালে উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের রাজ মিস্ত্রী আজিজুল হকের স্ত্রী ৫ সন্তানের জননী সেলিনা বেগম (৪০) নিহত হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতে পাশের বাড়ীর জামাতা শওকত আলীর চার্জার রিক্সা ছিড়া ফাড়া তার দিয়ে চার্জে দিয়ে রাখে। এ সময় সেলিনা পারিবারিক কাজে ওই বাড়ীতে যায় এবং ঘরের দরজার সামনে থাকা অটো রিক্সা হাত দেয়া মাত্রই তিনি বিদ্যুতায়ীত হয়ে ঘটনা স্থলেই মৃত্যু বরন করে। এ ঘটনায় এলাকায় শোকের মাতন বইছে।