দুর্গাপুরে যুগান্তর এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর(নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে ‘‘যেতে হবে বহু দুর’’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুগান্তর এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সকাল ১১ঘটিকায় উপজেলা চত্তর থেকে এক র‌্যালি পৌর শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা স্বজন সমাবেশ এর আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে যুগান্তর দুর্গাপুর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায়, প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, এডভোকেট মানেশ সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্তী, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, ধ্রুব সরকার, মোঃ জামাল তালুকদার, এইচ এম সাইদুল ইসলাম, সুমন রায়, ডাঃ কামরুল ইসলাম, জুয়েল রানা প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক, শিল্পী, পত্রিকাপাঠক, ব্যবসায়ী ও প্রত্রিকার এজেন্ট সহ সকল পেশার সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

 

 

দুর্গাপুরে শান্তিপুর্নভাবে এসএসসি পরীক্ষা শুরু

নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর(নেত্রকোনা)

নেত্রকোনার দুর্গাপুরে সারাদেশের ন্যায় ৪টি কেন্দ্রে এসএসসি, কারিগরি স্কুল ও মাদ্রাসা থেকে মোট ২ হাজার ২ শত ৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার ও উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন বলেন, এবার দুর্গাপুর উপজেলায় ২,২৭০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত নেই আমরা সকলের সহায়তায় শান্তিপুর্ন ভাবেই ১ম দিনের পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ