তদন্তে ‘সত্যতা’ পায়নি পুলিশ

সরকার সুজিতকুমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি সপরিবার রাজশাহী সিটি করপোরেশনের ২২ ওয়ার্ডের কুমারপাড়া এলাকায় থাকেন। তিনি জিডিতে উল্লেখ করেছিলেন, ইতিমধ্যে সংসদ সদস্য শফিকুল ইসলামের পক্ষে অবস্থান নিয়ে কিছু অপরিচিত সন্ত্রাসী জীবননাশের হুমকি দিয়েছে। এ ছাড়া জিডির একটি অংশে ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ গ্রন্থে সাংসদ শফিকুল ইসলামের বাবা হাসান আলী সরদারকে ‘রাজাকার’ বলে উল্লেখ করার কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

ওই বইয়ের উদ্ধৃতি ব্যবহার করে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা সম্প্রতি সংবাদ সম্মেলন করেছেন। এ প্রসঙ্গে সাংসদ শফিকুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, লেখকের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন এবং বইটি টাকা দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে। সাংসদ তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন মর্মে জিডিতে উল্লেখ করে সুজিতকুমার রাষ্ট্রের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছিলেন।