স্কুলছাত্রের বুকে- পীঠে ছুরিকাঘাত সহপাঠীদের

শিমুল মিলকী 
নেত্রকোণার মোহনগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে  এক স্কুলছাত্র গুরুতর জখম হয়েছে। তার পিঠে ও বুকে ছুরি দিয়ে চারটি আঘাত করা হয়েছে। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহত পারভেজুল হক ফাহিম (১৬) মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ফাহিম উপজেলার ধীতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।
মঙ্গলবার বেলা পৌনে ১২ টার দিকে বিদ্যালয় গেটে এই ঘটনা হয়।
ফাহিমের পরিবারের বরাতে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো: আমিনুল ইসলাম  জানান, গ্রামের বাড়ি থেকে গিয়েই স্কুলে পড়াশোনা করে ফাহিম।
গতকাল সোমবার স্কুলে সহপাঠীদের সাথে সামান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। সিনিয়রদের মাধ্যমে এদিনই দ্বন্দ্ব মিটমাট হয়ে যায়। তবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষা শেষে স্কুলের গেটে অবস্থান করছিল ফাহিম। এসময় কয়েকজন সহপাঠীসহ  ১০-১৫ জন তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে ছুরি দিয়ে ফাহিমের পিঠে ও বুকে চারটি আঘাত করে চলে যায় তারা। পরে শিক্ষক ও অন্য সহপাঠীরা মিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে  অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য  ফাহিমকে দ্রুত মমেক হাসপাতালে পাঠানো হয়।
ফাহিমের বাবা জামাল মিয়া মমেক হাসপাতাল থেকে সন্ধ্যা সোয়া ৭ টার দিকে  মুঠো ফোনে জানান,বর্তমানে ফাহিমের অবস্থা শঙ্কটাপন্ন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।  এ ঘটনার বিচার চান তিনি। চিকিৎসা শেষে এলাকায় গিয়ে এ ঘটনায় থানায় মামলা করবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুজ্জামান ইদ্রিসী বলেন, ঘটনার পর ওই শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আমরা শিক্ষকরাও সেখানে গিয়েছিলাম। ফাহিমের পরিবারের সাথে সাথে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ওসি বলেন,  এ বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ