ভৈরবে  ভেজাল গুড় কারখানায় তালা 

এম এ হালিম

ভৈরবে ভেজাল গুড় কারখানায় তালা দিয়েছে  স্বাস্থ্য  পরিদর্শক । জানাযায়  রাতের আধাঁরে বিষাক্ত ও দুষিত চিনির সাথে ফিটকারী, হাইড্রোজ ও রং মিশিয়ে  দীর্ঘদিন ধরে    মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ভেজাল গুড় তৈরি  করছে কারখানাটিতে।   সোমবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৌর শহরের রানীর বাজার শাহী মসজিদের সামনে মিশুক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে ভেজাল গুড় তৈরি করছে দেখতে পায় সাংবাদিকরা। মিশুক বাবুর পরিচালনায় কারখানাটি পরিচালনা করছেন তারই ছেলে শিমুল পোদ্দার।

কারখানা গিয়ে দেখা যায়, দুষিত চিনি আর ফিটকারী, হাইড্রোজ ও রং দিয়ে তৈরি করছে ভেজাল গুড়। সত্যতা দেখে এসময় কয়েকজন সাংবাদিক উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করলে তারা ঘটনাস্থলে আসতে রাজি হয়নি। অদৃশ্য কারণে প্রশাসনের অনুপস্থিতি রহস্যের হয়ে রয়ে গেছে। এই কারখানাকে এর আগেও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই গুড় স্বাস্থ্য সম্মত নয়।

এ বিষয়ে  স্যানেটারী ইন্সপেক্টর নাসিমা বেগম জানান,অবৈধভাবে ভেজাল জিনিস পত্র দিয়ে তৈরি করা হচ্ছে যা মানুষের খাবারের উপযোগী নয়। এ কারনে  কারখানাটি তালাবদ্ধ করা হয়েছে ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনকে অবগত করা হলে তিনি জানান, আগামীকাল সকালে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালানো হবে ভোক্তা অধিকারের লোকজনকে নিয়ে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত অপেক্ষা করার পরও রহস্যজনক কারণে অভিযান পরিচালনা করেনি প্রশাসন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ