ভৈরবে বিদ্যুৎপৃষ্ঠে লাইন ম্যান নিহত আহত ১

এম এ হালিম

ভৈরবে বিদ্যুৎপৃষ্ঠে হয়ে ১ লাইন ম্যান নিহত হয়েছে । এ সময় আহত হয়েছে আরেক লাইনম্যান। নিহতের নাম শাহিন মিয়া । সে যশোরের কেশবপুর উপজেলার টিটা বাজিতপুর গ্রামের হযরত আলীর পুত্র। আহত সহিদ মিয়ার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দত্তপাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র বলে জানাযায় । নিহতের সহকর্মী মাসুদমিয়া সহ অন্যরা জানান,আজ রোববার সকাল ৯ টার দিকে নিহত শাহিন ও আহত সহিদসহ কয়েকজন শহরের কমলপুর নিউটাউনে বিদ্যুৎ লাইনে সেকশনের কাজ ( মেরামত) করছিলো। কাজ করার সময় হঠাৎ বিদ্যৎপৃষ্ঠ হয়ে তারে ঝুলে যায। পরে তাদের ২ জনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিন কে মৃত ঘোষণা করেন। তাছাড়া আহত সহিদ কে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করআা হয়েছে । এ বিষয়ে ভৈরব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, কাজ করার সময় ৩ টি লাইনের মধ্যে ২ টি লাইন বন্ধ ছিলো। অন্য একটি চালু লাইনে পৃষ্ঠ হয়ে দুর্ঘটনা ঘটেছে । তবে তারা বিদ্যুৎ বিভাগের কেউ নয়। তারা ঠিকাদারের লোক।

এ বিষয়ে ভৈরব থানার উপ- পরিদর্শক মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, বিদ্যুৎপৃষ্ঠে ১ জন নিহত হয়েছে । সুরত হাল তৈরি করছি। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ