কিশোরগঞ্জের ছেলে তানভীরের হিমালয়ের আমা দাবলাম পর্বত জয়ে পরিবারে আনন্দের জোয়ার
আমিনুল হক সাদী:
পঞ্চম বাংলাদেশি হিসেবে পৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাবলাম জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী কিশোরগঞ্জের ছেলে তানভীর আহমেদ শাওন। যার উচ্চতা ২২৩৪৯ ফুট। তিনি বাংলাদেশী হয়ে পঞ্চম ব্যক্তি তানভীর আহমেদ শাওন।
শনিবার (২ নভেম্বর- ২০২৪) নেপালের স্থানীয় সময় বেলা ১১টায় তানভীর স্পর্শ করেন ৬৮১২ মিটার উচ্চতার আমা দাবলাম। তানভীরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। তার এই খবরে তার পরিবার ও কিশোরগঞ্জ জেলাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।
তার বাবা প্রবীন আইনজীবী ও কাদিরজঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারেক উদ্দিন আহমেদ আবাদ, মাতা শিরিন আহমেদ শিউলি। তানভীর আহমেদ শাওন কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা মুন্সি আজিম উদ্দিনের পৌপুত্র। ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জনক তানভীর কর্মরত আছে ভিএফ এশিয়া বাংলাদেশের সিনিয়র প্ল্যানার হিসেবে। কর্মসূত্রে ঢাকার বাসিন্দা এই পর্বতারোগী ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৪ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহন ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এর বর্তমান কার্যকরী কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। আরও দশজন পর্বতারোগীর মতোই তারও পাহাড়ে পথচলার পায়েখড়ি হয় বান্দরবানে। এরপর তিনি ভারতের দেও তিব্বা (৬০০১ মিটার), রামজাক পর্বত (৬৩০৭ মিটার) এবং নেপালের চুলু ফার-ইস্ট (৬০৫৯ মিটার) পর্যন্ত অভিযান করেন।
হিমালয়ের অন্যতম কঠিন এই চূড়া, ‘মায়ের গলার হার’ জয়ী পঞ্চম গর্বিত বাংলাদেশি তানভীর। এর আগে ২০২২ সালে ভার্টিক্যাল ড্রিমার্স এরই সেরা সেনানী ডা. বাবর আলী এই যাত্রা শুরু করেন। এরপর ২০২৩ সালে নিশাত মজুমদার এবং কাউসার রুপক ও এই মৌসুমেই তৌফিক আহমেদ তমাল এই দুর্দান্ত কীর্তি গড়েন। গত ১৩ অক্টোবর নেপালের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন তানভীর।
অভিযান ব্যবস্থাপক ফরহান জামান বলেন, সেখান থেকে একবার তিনি ঘুরে আসেন ক্যাম্প-২ থেকে, যা উচ্চতায় স্বল্প অক্সিজেন থাকা আবহাওয়ায় শরীরকে মানিয়ে নেওয়ার জন্য অতি প্রয়োজনীয়। এরপর বেসক্যাম্প থেকে নেমে শুরু হয় উপযুক্ত আবহাওয়ার জন্য অপেক্ষা।
“১ নভেম্বর আমা দাবলাম জয়ের কঠিন পরীক্ষা শুরু হয়। তিনি সেদিনই উঠে যান ক্যাম্প-২ এ। মধ্যরাতে শুরু হয় চূড়ার লক্ষ্যে চূড়ান্ত যাত্রা এবং সকালে তিনি এ পর্বত শীর্ষ স্পর্শ করেন।”
অভিযানের অপারেটর ‘স্নোয়ি হরাইজন ট্রেক্স অ্যান্ড এক্সপিডিশন’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বোধা রাজ ভাণ্ডারির বরাতে তানভীরের আমা দাবলাম আরোহণের তথ্য নিশ্চিত হওয়ার কথা জানান ফরহান।