বৈষম্যবিরোধী আন্দোলনে ২ শহীদের স্মরণে মিলাদ মাহফিল
বাজিতপুর প্রতিনিধি :
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শোভারামপুর গ্রামে জেলা যুব দলের সহ সভাপতি এডভোকেট শাহ আলমের সভাপতিত্বে গত শুক্রবার বিকাল ৪ টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে ২ শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর তাদের স্মরণে বিকেল ৫ টার দিকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হন আব্দুল কুদ্দুছ (৩৫), আয়মান হাসান রাহুল (১৯) গুরুতর আহত হয়। আয়মান হাসান রাহুল গুরুতর আহত অবস্থায় ঢাকায় একটি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুব দলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, সোহরাব উদ্দিন, মোঃ মোজাম্মেল হক, জুলফিকার আহম্মেদ মারবিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ রনি ভূইয়া, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আহমেদ লোকমান প্রমূখ।