কটিয়াদীতে গ্রাাফিতি অংকন ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী প্রতিনিধি :
আগের মতো নেই চিরচেনা যানজট৷ সড়কে ফিরে এসেছে শৃংখলা। ময়লা আবর্জনা পরিস্কার করা হচ্ছে। এছাড়াও সৌন্দর্য রক্ষায় করা হচ্ছে সচেতনতা। অপরিচ্ছন্ন না করতে করা হচ্ছে সচেতনতা। কদিন আগেও দেয়াল ছিলো নোংরা। এগুলো পরিস্কার করে শিক্ষার্থীরা গ্রাাফিতি অংকন শুরু করেছে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০ আগষ্ট শনিবার এই কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একটি অংশ। এসময় হাসপাতাল গেইটে বিভিন্ন গ্রাাফিতি অংকন করা হয়েছে । জাতীয় পতাকা, মেধাবীদের জয়, আন্দোলনে গুলিতে নিহত মীর মুগ্ধকে স্বরণ করে তার নামে গ্রাাফিতি অংকন করতে দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কাউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। ২০-৩০ জন মেয়ে শিক্ষার্থী দেয়াল পরিস্কার করে রং দিচ্ছে, কেউ গ্রাাফিতি অংকন করছে। এছাড়া গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে।
এসময় নেতৃত্বে থাকা অনিকা ইসলাম তমা বলেন,’ আমরা নিজ উদ্যোগে গ্রাাফিতি অংকন করার কাজ শুরু করেছি৷ গুরুত্বপূর্ণ স্থান গুলোতে আমরা এটি করবো। এর মাধ্যমে দেশ এবং নিহত শিক্ষার্থী-জনতাকে স্বরণ করছি। স্বাধীন বাংলাদেশের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলছি আমরা। এই ত্যাগ এবং চেতনা সবসময়ই জাগ্রত থাকুক এটাই চাই। ‘
আবির হোসেন নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘ আমরা নিজ উদ্যোগে ময়লা পরিস্কার এবং ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি৷ সুন্দর দেশ গঠনে নিরলসভাবে কাজ চালিয়ে যাবো।’