কিশোরগঞ্জে ব্যবসায়ি নেতার টাকার অফার অভিযোগ শিক্ষার্থীদের
শফিক কবীর :
কিশোরগঞ্জ শহরজুড়ে ট্রাফিকের দায়িত্ব পালনের পাশাপাশি বাজার মনিটরিংয়ের কাজও করছে ছাত্রছাত্রীরা। সড়কের শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ও নিরাপত্তায় রাত জেগে পাহারাদার। এমন সব কর্মকাণ্ডে শহরবাসীর প্রশংসায় ভাসছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কিশোরগঞ্জ শহরের প্রসিদ্ধ (খুচরা বাজার) কাচারি বাজারসহ আশপাশের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং হোটেল রেস্তোরাঁ, মাছ-মাংস, কাঁচামাল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যদ্রব্যের প্রকৃত উৎপাদন ও মেয়াদের অবস্থা এবং মূল্য মনিটরিং করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
কিশোরগঞ্জ ছাত্র আন্দোলনের অন্যতম আশিকুর রহমান আশিক সাংবাদিকদের জানান, আমাদের এই চলমান কার্যক্রমে বাজার মনিটরিং না করার জন্য রাতে ফোন করে টাকার অফার করেন ব্যবসায়ি নেতারা, আমরা কোন ব্যবসায়ি সিন্ডিকেট রাখবোনা, আমরা ছাত্র সমাজ দেশ সংস্কারের কাজে নেমেছি এদেশে কোন সিন্ডিকেট, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ও টেন্ডারবাজী থাকবেনা। আমরা যেহেতু মাঠে নেমেছি সকল অপশক্তি, সকল বৈষম্য ধুর করে সোনার বাংলাদেশ গড়তে যা যা করার প্রয়োজন আমরা ছাত্র সমাজ তা বাস্তবায়ন করে তবেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
এসময় রাফি, আকাশ, পারভেজ, শাহিদা নুর স্মৃতি, সুচি,রুপা, রিয়া, পুর্ণ সহ ৫০/৬০ জনের একটি দল এ মনিটরিং কর্মসূচিতে অংশ নেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্যের ও মানের অসঙ্গতি পেলে তাদের সতর্ক করে দেন এই মনিটরিং দল।