আন্দোলনে নিহত পাকুন্দিয়ার শিক্ষার্থী শিফাত উল্লাহ’র বাড়িতে মাতম
মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া প্রতিনিধি :
গাজীপুরে বিজিবি ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার শিক্ষার্থী শিফাত উল্লাহ’র (১৯) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত শিফাত উপজেলার মুনিয়ারিকান্দা গ্রামের হাফেজ মাওলানা নুরুজ্জামানের ছেলে। তিনি শ্রীপুর মাওনা এলাকার জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদরাসার সরহে বেকায়া জামায়াতের শিক্ষার্থী ছিলেন।
গত সোমবার (৫ আগস্ট) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনায় শিফাত নিহত হয়। পরে মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ১০টায় জানাযা শেষে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় ছেলেকে হারিয়ে পরিবারের আর্তনাদে ভারী হয়ে উঠে পরিবেশ এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, ঘটনার দিন বিজিবির দুইটি গাড়ি সকালে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় আন্দোলনকারীরা পল্লী বিদ্যুৎ মোড়ে তাদের গাড়ি থামান। এক বিজিবি সদস্যদেরকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল ছুড়তে থাকেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এসময় আন্দোলনকারীরা কিছু বিজিবি সদস্যকে আটকে রাখেন এবং তাদের বহনকারী দুটি গাড়ি পুড়ে ফেলেন।
পরে দফায় দফায় সেখানে গোলাগুলির শব্দ পাওয়া যায়। সংঘর্ষ থেমে যাওয়ার পর দুপুর দেড়টার দিকে সড়ক জুড়ে আহত ও নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ওইদিন শিফাতসহ ৫ জন নিহত হয়।
শিফাত উল্লাহর পিতা মাওলানা নুরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে কান্নজড়িত কন্ঠে বলেন, আমার দুই ছেলের মধ্যে শিফাত ছিল ছোট। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। ছেলেকে হারিয়ে আমরা বর্তমানে দিশেহারা হয়ে পড়েছি। আমার ছেলেকে শহীদের মর্যাদা দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে জোর দাবী জানাচ্ছি।