বগুড়া আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

শিমুল  হাসান
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আয়োজিত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রবীনদের পুষ্টি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৯ মে) দুপুরে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে এই আলোচনায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পৎপঃ কর্মকর্তা ডা: ফজলে রাব্বি। ডা: আব্দুল হালিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ডা: মোসলেম উদ্দীন হায়দার রাসেল, ডা: শুভজিত কুন্ডু, অবসরপ্রাপ্ত কর্মচারি আবুল হাসেম, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান সম্পাদক বেনজীর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আবির উদ্দিন প্রমুখ। এর আগে মা ও শিশুর খাদ্য এবং কৈশোরকালিন পুষ্টি নিয়ে আলোকপাত শেষে শিশুদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ