বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে শিশু নিখোঁজ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার শাখা নদীতে বাকপ্রতিবন্ধী বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে মহসিন মিয়া (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের তিস্তার শাখা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু মহসিন উপজেলার ওই গ্রামের মিস্ত্রিপাড়ার এলাকার বাক প্রতিবন্ধী নওশা মিয়ার ছেলে। সে স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ।

চেয়ারম্যান ও স্থানীয়রা জানায়, শিশু মহসিন মিয়া বিকেলে তার বাকপ্রতিবন্ধী বাবার সঙ্গে তিস্তার শাখা নদীতে মাছ ধরতে যায়। নদীতে হালকা স্রোতও ছিল। এর একপর্যায়ে ওই শিশু তার বাবার অজান্তে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকেই স্থানীয়রা তাকে উদ্ধারে খোঁজাখুঁজি করেও শিশুটিকে পাওয়া যায়নি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ