কম খরচে, কম আয়োজনের বিচিত্র এক বিয়ের গল্প
কনের নাম জ্যামাইকা ওয়ালডেন। বর ব্যারি এম। জুলাইয়ের ১০ তারিখে বিয়ে করেছেন তাঁরা। তারপর একটু থিতু হয়ে বউ নিজেই নিজের বিয়ে নিয়ে লিখেছেন ‘ভোগ’ ম্যাগাজিনের ব্রিটিশ সংস্করণে। ব্রিটিশ ভোগের অনলাইন সংস্করণে ‘ফ্যাশনিস্তা মেয়েটি স্ট্রবেরি পোশাকে বিয়ে করে মাকে ভালোবাসা জানাল’ শিরোনামে ১ আগস্ট ছাপা হয়েছে লেখাটি।