ভাবনা বয়স লুকান না
ভাবনার বয়স তখন মাত্র দুই বছর। সে সময় মায়ের সঙ্গে ছবিটি তুলেছিলেন। অ্যালবামে থাকা ছবিটি এখনো নিয়মিত দেখেন এই অভিনেত্রী। ছবিটি সে সময় একটি ম্যাগাজিনের কভার ফটো ছিল।
‘আব্বু–আম্মুর সঙ্গে আমি। আমার অনেক প্রিয় ছবি। ছবিতে আব্বু–আম্মুকে কী পিচ্চি লাগছে’—ভাবনা
মায়ের কোলে ভাবনা। এই অভিনেত্রীর মতে, পৃথিবীতে এর চেয়ে সত্য সুন্দর সময় আর নেই। মা–মেয়ের জন্মদিন একই দিনে।
‘এমন হাসি সবাই হাসতে পারে না, আমি তাদের সঙ্গে হেসেছিলাম সেদিন সাগরপাড়ে’—ভাবনা
‘মিডিয়ায় আমার প্রথম বন্ধু (রাইসুল ইসলাম আসাদ)। আমি তাকে অনেক ভালোবাসি’—ভাবনা
‘আমরা তিনজন। আমার মা আর বোন আমার কাছে সবকিছু’—ভাবনা
অনেকেই জানেন না, অভিনেত্রী ভাবনা নাচেও অনেক পারদর্শী। তাঁর নাচের প্রথম গুরু অভিনেত্রী রিয়া। এ ছবিও তাঁর অনেক পছন্দের।
‘আমার প্রথম উপন্যাস মামুন (মামুনুর রশীদ) আঙ্কেলকে দিচ্ছি। বইয়ে আমি স্বাক্ষর করছি। অদ্ভুত অনুভূতি।’
নির্মাতা অনিমেষ আইচের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ছবিটি সম্পর্কে ভাবনা বলেন, অনিমেষের সঙ্গের এই ছবি সবচেয়ে প্রিয়।
ঈদে মা, বাবা ও বোনের সঙ্গে ছবিটি উঠিয়েছিলেন। এটাও তাঁর পছন্দের একটি ছবি।
Source: Prothomalo