রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক কনস্টেবল নিহত হয়েছেন।
আজ রোববার বেলা ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম মো. হেলাল (৫০)। তাঁর গ্রামের বাড়ি গাজীপুর। তিনি দায়িত্বরত অবস্থায় মাইক্রোবাসের ধাক্কায় মারা গেছেন।
হেলালের লাশ ঢাকা মেডিকেল কলেজে রাখা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
বাচ্চু মিয়া জানান, পুলিশ কনস্টেবল হেলাল শেরেবাংলা নগর এলাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে দায়িত্ব পালন করছিলেন। বেলা ১১টার দিকে একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় হেলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে হেলাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাজধানীসহ সারা দেশে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ চলছে। বিধিনিষেধ কার্যকরে রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশের তল্লাশিচৌকি রয়েছে। এর মধ্যে ঢাকায় মাইক্রোবাসের ধাক্কায় ট্রাফিক পুলিশের কনস্টেবল নিহত হলেন।
Source: Prothomalo