ইসরায়েলি জাহাজে হামলার অভিযোগ অস্বীকার করল ইরান
পাশাপাশি এটাকে কাপুরুষোচিত ঘটনা বলেও অভিহিত করেছেন তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়িদ খতিবজাদেহ সাপ্তাহিক এক সংবাদ সম্মলনে বলেছেন, ইসরায়েল নিরাপত্তাহীনতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, হামলার ঘটনায় ইরানকে অভিযুক্ত করায় তেহরান তীব্র নিন্দা জানায়।
এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে ইসরায়েল মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
গত বৃহস্পতিবার লাইবেরিয়ার পতাকাবাহী মার্সার স্ট্রিট নামের একটি তেলের জাহাজে হামলায় ব্রিটিশ ও রোমানিয়ান দুই নাবিক মারা যান। জাপানি মালিকানাধীন জাহাজটি পরিচালনা করছিল লন্ডনভিত্তিক ইসরায়েলি মালিকানাধীন জোডিয়াক মেরিটাইম।
ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বেনেট বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, জাহাজে হামলার পেছনে একমাত্র ইরান দায়ী।’ এ বিষয়ে গোয়েন্দা সংস্থার কাছে প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি।
Source: Prothomalo