এ যেন জীবনের আয়োজনে সাজানো মনোরম এক উদ্যান
কিশোরগঞ্জের যশোদল ইউপির দামপাটুলী গ্রামটি যেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার চিত্রকেই নতুন করে উদ্ভাসিত করেছে। দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে সারা দেশে রয়েছে নানা অভিযোগ। তবে কিশোরগঞ্জে ব্যতিক্রম ও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, স্থানীয় প্রশাসন। যশোদল নির্মিত দুষ্টিনন্দন আশ্রয়ন প্রকল্পে রয়েছে, বিনোদন পার্ক, লেক, পাকা ঘাটসহ অনেক কিছু। দেয়া হয়েছে সিলিল্ডারসহ গ্যাসের চুলা। স্থানীয়রা বলছেন, এ প্রকল্পটি হতে পারে সারা দেশের জন্য অনুকরনীয়। যশোদল আমাটি শিবপুরে আশ্রায়ন প্রকল্পকে দূর থেকে মনে হবে যেনো কোন বিনোদন কেন্দ্র! ছোট ছোট ঘরের সামনে রয়েছে দৃষ্টিনন্দন গোলঘর। মিনি বিনোদন পার্কে খেলা করছে শিশুরা। পাশেই কৃত্রিম লেক। লেকে গোসলের জন্য রয়েছে পাকা ঘাট। আঙ্গিনায় লাগানো হয়েছে নানা জাতের গাছের চারা,সব্জি বাগান। প্রশাসন ও জনপ্রতিনিধিরা আন্তরিক হলে ভালো কিছু করা যায়- এর উৎকৃষ্ট উদাহরন এটি। মজবুত করে তৈরি করা প্রতিটি ঘরে সিলিং লাগানো হয়েছে। আছে গাইডওয়াল, নামাজের স্থানসহ আধুনিক সব সুযোগ-সুবিধা। প্রকল্পের বাসিন্দাদের সন্তানদের চিত্তবিনোদনসহ নানা উদ্যোগের কথা উল্লেখ করে জেলা প্রশাসক জানালেন, এটি হতে পারে সারা দেশের জন্য অনুকরণীয়। শনিবার দুপুরে আশ্রয়ন প্রকল্পের ২২টি পরিবারের মাঝে রান্নার গ্যাসের চুলা ও সিলিন্ডার ও জমি খাজনা-খারিজের রশিদ ও খাদ্যসামগ্রি তুলে দিয়ে স্থানীয় এমপি ডা. জাকিয়া নূর লিপি বলেন, সম্মিলিত চেষ্টায় প্রধানমন্ত্রীর স্বপ্নের এ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। আশ্রয়ন প্রকল্পের আওতায় জেলায় ১২৪৭টি ঘরের মধ্যে শেষ হয়েছে ৯৪৬টি।
https://fb.watch/76ntM7eDYp/
https://fb.watch/76nvNgVEs_/