অভিনেত্রী পায়েলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন একটি পোস্ট দিয়ে নেটিজেন ও অনুরাগীদের কটাক্ষের শিক্ষার হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিক পায়েল সরকার।
পোস্টে পায়েল নিজের একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাকে বিভিন্ন রূপে দেখা পায়েলকে।
পায়েল লিখেছেন, ‘নানা রঙে মেতে’। কিন্তু নায়িকার রঙের প্রসঙ্গ তুলতেই নেটিজেনরা তাকে মনে করিয়ে দেন রাজনৈতিক রঙের কথা।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পায়েল বিজেপি শিবিরের হয়ে গেরুয়া রং মেখেছিলেন। বেহালা পূর্ব কেন্দ্রে তিনি নির্বাচনে লড়াই করেছিলেন। কিন্তু হেরে যান। সেই কথা তুলেই অভিনেত্রীকে কটাক্ষ করেছেন অনেকেই।
একজন লিখেছেন, ‘তোমার গেরুয়া রঙের কী হলো?’
অন্য আরেকজন লেখেন, তিনি বিজেপিকে পছন্দ করেন না। তাই পায়েলকে ফের আগের রূপে দেখে তিনি খুশি। কেউ প্রশ্ন করেছেন, ‘পার্টি ছেড়ে দিয়েছেন নাকি?’
Source:Jugantor