হোসেনপুরে লকডাউন নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ
হোসেনপুর প্রতিনিধি
কিশোরগঞ্জেরে হোসেনপুরে করোনা মোকাবিলায় সরকার ঘোষিত সর্বাত্বক লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে হোসেনপুর থানা পুলিশ।
উপজেলার প্রতিটি প্রবেশ দ্বারে বসানো হয়েছে তল্লাশি চৌকি। এছাড়া অতি প্রয়োজন ছাড়া যারা রাস্তায় বের হয়েছেন তাদেরকেও ফিরিয়ে দিয়েছে পুলিশ। অতি প্রয়োজন ছাড়া কোনো যানবাহন কেও প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।
উপজেলার ব্যস্ততম এলাকা নতুন বাজার, দ্বীপেশহর গোলচত্ত্বর, মিষ্টিপট্রি চৌরাস্থা, ঢেকিয়া সহ বিভিন্ন এলাকায় দিনভর পুলিশ ছিল তৎপর। সিএনজি অটোরিকশা, মোটর সাইকেল ও রিকশাসহ যে কোন ধরণের যানবাহন দেখে হলে যানবাহন থেকে নামিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে যাত্রীকে।
লই তা আটকে পুলিশকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। অতি প্রয়াজন ছাড়া ঘর থেকে বের সংক্রমণ ঠেকাতে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির ল্েয উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের প থেকে মাস্ক বিতরণ করতেও দেখা গেছে।
হোসেনপুর থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, লকডাউন নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন জায়গায় পুলিশি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে।