সুপারস্টার বিজয় থালাপতির সিনেমায় শাহরুখ খান!

দক্ষিণের সুপারস্টার বিজয় থালাপতি । অনেকে তাকে বলিডউ সুপারস্টারদের চাইতে বড় করে দেখেন।

জানা গেছে,  ১০০ কোটি রুপি পারিশ্রমিকে নিজের ৬৫তম সিনেমা ‘বিস্ট’- এর কাজ শুরু করবেন বিজয়। নিজের জন্মদিন উপলক্ষে এ নিয়ে ঘোষণাও দেন। ইতোমধ্যে ছবিটির প্রথম লুকের পোস্টার প্রকাশ হয়েছে। যা নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে শোরগোল পড়ে গেছে।

আর সেই শোরগোলের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে একটি খবর। তাহলো- একই ছবিতে বিজয় থালাপতির সঙ্গে অভিনয় করবেন বলিউড বাদশা শাহরুখ খান।

সত্যতা নিশ্চিত না করতে পারলেও ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট এমন গুঞ্জনের খবর প্রকাশ করেছে।

ভারতের চলচ্চিত্র বিশ্লেষক প্রশান্ত রঙ্গস্বামীর এক টুইটের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে গণমাধ্যমটি। ওই টুইটে  প্রশান্ত রঙ্গস্বামী লিখেছেন, বিজয়ের ‘বিস্ট’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

এ খবরে ‘বিস্ট’ সিনেমাটি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে। সিনেমার শুটিং শুরুর হওয়ার আগে থেকেই এর খোঁজখবর রাখা শুরু করেছেন তারা।

‘বিস্ট’-এ শাহরুখকে দেখা যাবে কি যাবে না তা পুরোপুরি নিশ্চিত না হতে পারলেও তামিল সিনেমার প্রখ্যাত পরিচালক অ্যাটলির নাম চূড়ান্ত না হওয়া এক সিনেমায় শাহরুখ খানের অভিনয় প্রায় নিশ্চিত। ওই সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নয়নতারা।

সিনেমাটি নিয়ে জোর গুঞ্জন চলছে, এখানে শাহরুখের সঙ্গে দেখা যেতে পারে বিজয় থালাপতিকে।

Source:Jugantor