কিশোরগঞ্জে বেতন-ভাতার দাবিতে সৈয়দ নজরুল মেডিকেল কলেজে কর্মচারিদের কর্মবিরতি

কি‌শোরগ‌ঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি পালন করছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

আজ বুধবার (২৩ জুন) সকাল থেকে তারা লাগাতার কর্মবিরতি শুরু করেন। এসব কর্মচারিরা হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

আন্দোলনকারীদের দাবি, হাসপতালে ১৫৫ জন কর্মচারী আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ২১৬ জন কর্মচারি কভিডকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। বেতন পরিশোধের সিটে স্বাক্ষর নেয়া হলেও দীর্ঘ এক বছর ধরে বেতন-ভাতা না পাওয়ায় তারা মানবেতর জীবন-যাপন করছেন।এ অবস্থায় বাধ্য হয়ে তারা বেতন-ভাতা নিশ্চিতের দাবিতে কর্মবিরতিতে গেছেন।

এদিকে হঠাৎ করে কর্মচারীদের আন্দোলনের কারণে হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে কোভিড রোগীসহ হাসপাতালটিতে চিকিৎসাধীন  এক হাজারের মতো রোগী  দুর্ভোগে পড়েছেন।

তবে হাসপাতালের কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিস্পত্তির জন্য চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে আন্দোলনরত কর্মচারিরা কাজে ফিরবেন বলে জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. অনুপম ভট্টাচারয।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ