হোসেনপুরে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের হোসেনপুরে করোনাভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৫০ জন আনসার ও ভিডিপি সদস্য নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৯ মে) দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদ মাঠে কিশোরগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের আয়োজনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরজাহান বেগম, প্রশিক্ষক মো. নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিজন সদস্যের কাছে বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে সাড়ে ৩ কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার তেল, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ।