কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব
স্টাফ রিপোর্টার
দলীয় সভানেত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লবের নেতৃত্বে কৃষকের ধান কেটে দেন যুবলীগের নেতাকর্মীরা।
২৮ এপ্রিল (বুধবার) ) সকালে হোসেনপুর উপজেলার এলাকায় কৃষক শওকত মিয়ার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে জেলা যুবলীগের নেতাকর্মীরা। এতে যুবলীগের ৫০-৬০ জন নেতাকর্মী অংশ নেন।
জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব বলেন, করোনা মহামারিতে কৃষকরা যখন তাদের পাকাধান কাটা নিয়ে শঙ্কায় আছেন, তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছে যুবলীগ। আমরা কৃষক শওকত মিয়ার ৩০ শতাংশ জমির ধান কেটে দিয়েছি।
কৃষক শওকত মিয়া জানান, পৈতৃক সূত্রে পাওয়া 3০ শতক জমির ধান আবাদ করে সংসারে নিয়ে কোনো রকম দিনাতিপাত করি। করোনার মহামারিতে কোনো কাজ না থাকায় শ্রমিক দিয়ে এ ধান কাটা আমার জন্য কষ্ট সাধ্য হয়ে গিয়েছিল। কিশোরগঞ্জ যুবলীগ নেতা পল্লব ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ সারা দিন নেতাকর্মীদের নিয়ে আমার ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে।
এ সময় কিশোরগঞ্জ যুবলীগ নেতা শাহ মুরাদ, পায়েল,, পারভেজ, রিদয়, তুষার, রুবেল,অপু,পারু ও জুয়েল সহ অনেকেই ধান কাটায় অংশগ্রহণ করেন।