করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিলেন শাকিব
সিনেমার শুটিং শেষ করে পাবনা থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান শাকিব খান। মাসখানেক উত্তরাঞ্চলের জেলায় অবস্থান করে ঢাকায় ফিরেই করোনাভাইরাসের টিকা নিয়েছেন। আজ সোমবার(৫ এপ্রিল) রাজধানীর একটি হাসপাতালে তিনি টিকার প্রথম ডোজ নেন।
সোমবার দুপুর ১ টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গিয়ে টিকা গ্রহণ করেন শাকিব খান। বিষয়টি শাকিব খান নিজেই নিশ্চিত করেছেন।
শাকিব খান বলেন, আজ সকালেই পাবনা থেকে ঢাকায় আসি। দুপুর ১টার দিকে শেরেবাংলা নগর কিডনি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করি।’
করোনা প্রতিশেধক টিকাদান কর্মসূচী শুরুর দিকেই টিকা গ্রহণ করার ইচ্ছে ছিলো শাকিব খানের। কিন্তু ঢাকার বাইরে শুটিংয়ের ব্যস্ততা থাকায় তা গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানান শাকিব। তাই ঢাকা ফিরেই দ্রুত টিকা নিয়েছেন বলেন জানান তিনি।
শাকিব খানের টিকা গ্রহণের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শাকিব খান প্রায় ৩০ মিনিট হাসপাতালে ছিলেন। ভ্যাকসিন দেয়ার পর তাকে ১৫ মিনিট পর্যবেক্ষণে রাখি। তিনি হাসিমুখেই ফিরে গেছেন। যাওয়ার আগে জানিয়েছেন, কোনো সমস্যা নেই।
Source:Daily Kaler Kantho