সৎ মেয়েকে সঙ্গে নিয়েই হানিমুনে দিয়া মির্জা
কিছু দিন আগেই দ্বিতীয় বিয়ে করেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। এবার স্বামী বৈভব রেখির সঙ্গে হানিমুনে মলদ্বীপে পাড়ি দিয়েছেন তিনি। ৩৯ বছর বয়সী অভিনেত্রী মলদ্বীপ ট্যুরের একাধিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।
সেখানে দিয়াকে সাদা ম্যাক্সি পোশাকের সঙ্গে মাথায় গ্রীষ্মের জন্য টুপি পরে ছবি পোস্ট করতে দেখা গেছে। ক্যাপশনে দিয়া জানিয়েছেন, তপ্ত রোদে নির্জন দ্বীপে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি। তার সেই ছবিও তুলেছেন স্বামী বৈভব রেখি।
ওই পোস্টে অভিনেত্রীর একাধিক ছবিতে, সৎ মেয়ে সামাইরাকেও দেখা গেছে। উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী দিয়া মির্জা এবং ব্যবসায়ী বৈভব রেখি। দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের অনুষ্ঠান।
Source:Bd Pratidin