করোনায় আক্রান্ত কার্তিক আরিয়ান
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। সোশাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন কার্তিক৷ কার্তিক তার ইনস্টাগ্রামে প্লাস চিহ্নের একটি ছবি শেয়ার করেছেন৷ এই ছবি শেয়ার করে কার্তিক লিখেছেন, ‘পজিটিভ হয়ে গেছি, দোয়া করো!’
কার্তিকের ইনস্টাগ্রামে অংসখ্য ভক্তরা তাকে দ্রুত সুস্থ হওয়ার শুভেচ্ছাও জানিয়েছেন৷ কার্তিক জানিয়েছেন, করোনা আক্রান্ত হওয়ার পর আপাতত তিনি সব রকম বিধিনিষেধ মানছেন এবং নিজেকে ঘরবন্দিও করেছেন৷
সম্প্রতি কার্তিককে দেখা গিয়েছে, ল্যাকমে ফ্যাশন উইকে কিয়ারা আদভানির সঙ্গে ৷ মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে নজর কেড়েছিলেন কার্তিক৷
গত এক সপ্তাহে একের পর এক বলিউড অভিনেতারা করোনা আক্রান্ত হয়েছেন৷ প্রথমে রণবীর কাপুর৷ তারপর মনোজ বাজপেয়ী, সঞ্জয় লীলা বানশালী৷
Source: Bangladesh Pratidin