সবার আগে প্রিয়াঙ্কাকে ফোন করেছিলেন পরিণীতি
হতে পারেন তাঁরা কাজিন। কিন্তু দিদি প্রিয়াঙ্কাই পরিণীতি চোপড়ার কাছে সব। জীবনের নানা বিষয়ে প্রিয়াঙ্কার পরামর্শ নেন তিনি। বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে প্রিয়াঙ্কার দেখানো পথে হাঁটার চেষ্টা করেন এই বলিউড অভিনেত্রী। ‘সাইনা’ ছবির সময়ও দিদির কাছ থেকে টিপস নিয়েছেন পরিণীতি।
‘সাইনা’ ছবিটিকে ঘিরে আলোচনায় উঠে আসছেন পরিণীতি। এই ছবিতে তিনি ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের ভূমিকায় অভিনয় করছেন। সম্প্রতি এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। নেট দুনিয়ায় সেই ট্রেলার নিয়ে পাওয়া যাচ্ছে দারুণ প্রতিক্রিয়া। এই ছবির প্রচারণায় এখন বেশ ব্যস্ত পরিণীতি।প্রচারণার সময় পরিণীতি জানিয়েছেন, পর্দায় সাইনা নেহওয়াল হয়ে উঠতে প্রিয়াঙ্কাই তাঁকে পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি প্রিয়াঙ্কাকে ফোন করে টিপস চেয়েছিলাম। সে আমাকে চরিত্রের আত্মাকে পুরোপুরি অনুভব করার পরামর্শ দেয়।’ পরিণীতি আরও বলেন, ‘“সাইনা” ছবির প্রস্তাব পাওয়ার পর আমি সবার আগে প্রিয়াঙ্কাকে ফোন করেছিলাম। সে ছবিতে আমার লুক নিয়ে নানা পরামর্শ দিয়েছিল। প্রিয়াঙ্কা বক্সার মেরি কমের বায়োপিকে কাজ করেছিল। সে দেখতে একদমই মেরি কমের মতো নয়। তবু প্রিয়াঙ্কা দারুণ করেছিল।সে আমাকে বলেছিল, সাইনা হয়ে উঠতে আমি যেন প্রস্থেটিক মেকআপের সাহায্য না নিই। প্রিয়াঙ্কা বলেছিল, আমাকে বিশেষ কিছু করতে হবে না। শুধু শারীরিক ভাষার ওপর কাজ করতে পরামর্শ দিয়েছিল।’ পরিণীতি বলেছেন, ‘সাইনা’ ছবিটি তিনি ছাড়তে চেয়েছিলেন। কারণ, ব্যাডমিন্টন খেলা তো দূরের কথা, শুরুতে নিজেকে খেলোয়াড় হিসেবে ভাবতেই পারছিলেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি খেলাধুলা করতে ভালোবাসতাম না। মা-বাবা আমাকে নানা রকম খেলায় দিয়েছিলেন। কিন্তু আমি পড়াশোনা করতে বেশি ভালোবাসতাম।’পরিণীতি খুশি যে শুটিংয়ের সময় সেটে আসল সাইনা থাকতেন না। শুধু প্রশিক্ষক থাকতেন। এই বলিউড তারকা বলেন, ‘হায়দরাবাদে গিয়ে সাইনার সঙ্গে দেখা করার কথা খুব মনে পড়ে। তিনি আমার ওপর আস্থা দেখিয়েছিলেন। তাই আমার দায়িত্ব আরও বেড়ে গিয়েছিল। তাঁর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পর মনে হয়েছিল, ট্রেনিংয়ে আমাকে আরও উজাড় করে দিতে হবে। আমি যদি সাইনার ১ শতাংশও খেলতে পারি, তাহলেও নিজেকে লাকি মনে করব।’
পরিণীতি খুশি যে শুটিংয়ের সময় সেটে আসল সাইনা থাকতেন নাপরিণীতি আরও বলেন, ‘সেটে কোচ ছাড়া দ্বিতীয় আর কেউ থাকত না। সাইনা যদি সেখানে থাকতেন, তাহলে আমি নার্ভাস হয়ে যেতাম।’ অমল গুপ্ত পরিচালিত ‘সাইনা’ ছবিটি ২৬ মার্চ মুক্তি পাবে।
Source:Daily Prothom Alo