এবার মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনলেন নুসরাত ফারিয়া
৮৫ লাখ টাকা দিয়ে নতুন মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গাড়ি কেনার এ খবর ফারিয়া নিজেই জানিয়েছেন। ইনস্টাগ্রামে গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে তা পোস্ট করেন। ক্যাপশনে ফারিয়া লিখেন, ‘বাড়িতে তোমাকে স্বাগতম’। এর আগে ২০১৮ সালে অডি ব্র্যান্ডের একটি দামী গাড়ি কিনেন তিনি। এ নিয়ে তখন বেশ আলোচনার সূত্রপাত হয়। এবার ২০২০ মডেলের মার্সিডিজ বেঞ্জ সিএলএ ২০০ কিনেছেন। ফারিয়া জানান, গাড়িটি আরো আগে কিনতে চেয়েছিলাম। করোনার কারণে পারিনি। পরিকল্পনা ছিল মুম্বাই থেকে বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমার শুটিং করে দেশে ফিরে গাড়িটি কিনব। আমার স্বপ্ন পূরণ হয়েছে। নুসরাত তার ক্যারিয়ারের শুরুতে ব্যবহার করতেন টয়োটা জি করোলা ব্র্যান্ডের গাড়ি।
Source: daily inqilab