তারায় তারায় জমজমাট বিদায় বেলা

‘এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক’-এর শেষ দিন আলোকময় হয়ে উঠল বলিউড তারকাদের দ্যুতিতে। এ দিন একঝাঁক বলিউড অভিনেত্রী ল্যাকমের র‍্যাম্পে ঝড় তুললেন। রাত মাতালেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। তাঁর আগেই এই আসরে উষ্ণতা ছড়িয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। শেষ বিকেলে বিভিন্ন ডিজাইনারের পোশাক পরে র‍্যাম্পে হাঁটলেন লারা দত্ত, অহনা কুমরা, পূজা হেগড়ে, হিনা খান, দিব্যা খোসলা কুমার ও দিয়া মির্জা। গতকাল রোববার ল্যাকমে প্রাঙ্গণে বেজে ওঠে বিদায়ী সুর। তবে উৎসবের শেষ দিন ডিজাইনারদের নতুন নতুন নকশার সঙ্গে তারকাদের উপস্থিতিতে অন্য রকম এক ইন্দ্রজাল সৃষ্টি হয়। এ দিন আসামের মেখলা গায়ে অপরূপা হয়ে উঠেছিলেন বলিউড তারকা লারা দত্ত। ডিজাইনার সংযুক্তা দত্ত এই আসরে মেখলা, আসম সিল্কের বাহারি শাড়ি নিয়ে এক ব্যতিক্রমী পরিবেশন করেন। নীল আর সাদা রঙের লেহেঙ্গা-চোলি পরে রাজকন্যার বেশে ল্যাকমের র‍্যাম্প আলো করে হাঁটেন অভিনেত্রী পূজা হেগড়ে। এ ছাড়া বিভিন্ন ডিজাইনারের পোশাক গায়ে শো-স্টপার হিসেবে র‍্যাম্পে এসেছিলেন অহনা কুমরা, হিনা খান আর দিব্যা খোসলা কুমার। ডিজাইনার পবন সজদেব পুরুষদের ফ্যাশনের এক নতুন দিকের উন্মোচন করলেন। এ দিন সন্ধ্যায় ‘তানাইরা’র এক মনোরম নিবেদন উপভোগ করে সবাই। তাঁর ডিজাইন করা শাড়ি পরে মঞ্চে স্নিগ্ধতা ছড়ান বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনী রাত মোহময় করে তোলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ডিজাইনার রুচিকা সজদেব শেষ রাতে নিয়ে এসেছিলেন পাশ্চাত্য পোশাক নিয়ে এক নয়নাভিরাম আয়োজন। আর তাঁর ডিজাইন করা রঙিন স্কার্ট, ফুল হাতা ক্রপ টপে অনন্যা এই শেষ রাতকে আরও রঙিন করে তোলেন।

Source:prothomalo