একইমঞ্চে গাইলেন শাকিব, নাচলেন অপু!
পর্দায় গানের সঙ্গে চিত্রনায়ক শাকিব খান এবং নায়িকা অপু বিশ্বাসের নাচের দৃশ্য ঢাকাই সিনেমায় সবচেয়ে বেশি বার দেখেছেন দর্শক। কিন্তু স্বামী-স্ত্রী সম্পর্ক ভেঙে যাওয়ার পর এখন এমন দৃশ্যের দেখা মেলা ভার।
তবে সম্প্রতি একসঙ্গে না হলেও একই মঞ্চে গান গেয়েছেন শাকিব খান আর সেই মঞ্চে নেচে দর্শক মাতিয়েছেন অপু বিশ্বাস।
গত শনিবার নারায়ণগঞ্জ হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষ্যে পুনর্মিলন অনুষ্ঠানে ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় এ জুটি হাজির হয়েছিলেন।
অনুষ্ঠানে শাকিব শুভেচ্ছা বক্তব্য রাখেন। দর্শকের অনুরোধে গানও পরিবেশন করেন এ চিত্রনায়ক। তার আগে মঞ্চে নৃত্য পরিবেশন করেন অপু বিশ্বাস।
তবে অনুষ্ঠানে গিয়ে তারা একে অপরের সঙ্গে কথা বলেছেন কিনা তা জানা যায়নি।
রুহানী সালসাবিল লাবণ্যের উপস্থাপনায় ওই আয়োজনে আরও পারফর্ম করেন আঁখি আলমগীর, ইমরান মাহমুদুল, পড়শীর মতো তারকারা।
শাকিব খান ও অপু বিশ্বাস জুটি বেঁধে ৭০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। বেশির ভাগ সিনেমাই দর্শকপ্রিয়তা পেয়েছে।
২০০৮ সালে ১৮ এপ্রিল কঠোর গোপনীতায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব। এরপর ১০টি বছর বিয়ের খবর গোপনই থাকে। প্রায় ১০ বছর পর, এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু।
এসব কারণে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব তালাকের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়। এরপর থেকে একা রয়েছেন শাকিব।
Source: Daily Prothom Alo