নুসরাতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন যশ

টালিউড নায়িকা ও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী নুসরাত জাহানের সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে শোরগোল চলছে। নুসরাত স্বামীকে ডিভোর্স দিয়ে যশকে বিয়ে করবেন এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে মিডিয়াপাড়ায়।

এ নিয়ে টালিউডজুড়ে হইচইয়ের মধ্যেই যশ বিজেপিতে যোগ দিয়েছেন। অবশ্য বিরোধী শিবিরে যশের নাম লেখানো নিয়ে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি নুসরাতের পক্ষ থেকে।

নুসরাত তৃণমূলে আর যশ বিজেপিতে। বিষয়টি নিয়ে তাদের সম্পর্কের রসায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। যশকেও এ নিয়ে প্রশ্ন করা হয়।

জবাবে তিনি বলেন, ‘একই পরিবারের সদস্যরা কি রাজনীতি বা অন্য কোনও বিষয়ে ভিন্ন মত পোষণ করতে পারেন না?” যশ এই প্রসঙ্গে বুঝিয়ে দেন, রাজনীতি এবং হৃদয় একই সরলরেখা ধরে হাঁটে না।’

এর আগে বুধবার ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নেওয়ার পর নুসরাতের সঙ্গে সম্পর্কের বিষয়ে খোলামেলা কথা বলেন। তিনি বলেন, নুসরাতের সঙ্গে তার ‘বন্ধুত্ব’ ফিল্ম ইন্ডাস্ট্রির সূত্রে। দু’জনের ভিন্ন দুই দলে থাকাটা তাতে কোনো রকম প্রভাব ফেলবে না। তারা একসঙ্গে ছবিও করবেন। একই প্রসঙ্গে যশ টেনে এনেছিলেন আরও এক বন্ধু-নায়িকা এবং তৃণমূল সংসদ সদস্য মিমি চক্রবর্তীর কথাও।

Source:bdnews24