বৃদ্ধাশ্রমে ফকির আলমগীরের জন্মদিন উদযাপন

গণসংগীতশিল্পী ফকির আলমগীরের জন্মদিন ২১ ফেব্রুয়ারি। তবে তা পালিত হবে ২২ ফেব্রুয়ারি। এদিন গাজীপুরের হোতাপাড়ায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে (বৃদ্ধাশ্রম) বেশ আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হবে তার। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। উপস্থিত থাকবেন চিত্রনায়িকা সুজাতাও। অনুষ্ঠানে কেক কাটার পর গান পরিবেশন করবেন ফকির আলমগীর, খুরশীদ আলম এবং বাংলাদেশ গণসংগীতশিল্পী পরিষদের সদস্যরা। এ প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘মাতৃভাষা দিবসের মতো একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে আমার জন্মদিন। তাই এদিনে তেমন আয়োজন করি না। এবার ব্যতিক্রমী জায়গায় সাড়ম্বরে জন্মদিন পালন হচ্ছে আমার। বেশ ভালোই লাগছে।’ জানা গেছে, জন্মদিনে শুধু নিজের পরিবারের সদস্য এবং রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদে একটি ছোট আয়োজন থাকবে। এদিকে নিজের গাওয়া পুরোনো জনপ্রিয় গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করার উদ্যোগ হাতে নিয়েছেন এ সংগীতশিল্পী।

Source:Bangladesh Pratidin