বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতির গাছের চারা বিতরণ

মো. মনির হোসেন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসাবে কিশোরগঞ্জ -১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির নির্দেশনায় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছেন কিশোরগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শরীফুল ইসলাম শরীফ।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার জয়বাংলা বাজারে স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু প্রজন্মলীগের নেতৃবৃন্দের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু প্রজন্মলীগের নেতৃবৃন্দ।

অন্যদিকে হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ইউনিয়ন ও পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের মাঝে গাছের চারা বিতরণ করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ