কিশোরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রেরণা বাংলাদেশের বৃক্ষরোপণ ও বিতরণ উদ্বোধন
কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত দেশব্যাপী ’গাছ লাগাও পরিবেশ বাঁচাও’-এই স্লোগানকে ধারণ করে।প্রেরণা বাংলাদেশের প্রতিষ্ঠাতা কিশোরগঞ্জের বিশিষ্ট সাংবাদিক মনোয়ার হোসেন রনি মুজিববর্ষ উপলক্ষ্যে উদ্যোগে ১৩ উপজেলায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার(২৭জুন) দুপুরে বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের দেউচান্দি গ্রামে ২০০ শ গাছ রোপণ ও বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন ভূইয়া, সাংবাদিক মো:মনির হোসেন,সাংবাদিক মামুনুর রশিদ, আশরাফুল ইসলাম তুষার, ছাত্রনেতা মো:রাকিব হাসান প্রমুখ।
প্রেরণা বাংলাদেশ কিশোরগঞ্জের প্রতিষ্ঠাতা মনোয়ার হোসেন রনি জানান,মুজিববর্ষ উপলক্ষ্যে প্রেরণা বাংলাদেশের পক্ষ থেকে কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ২০০ টি করে বৃক্ষ আমরা রোপন ও বিতরণ করছি।আজ এ কর্মসূচি উদ্বোধন হয়েছে যা তিনমাসব্যাপি অব্যাহত থাকবে।