পপি’র খাদ্য সহায়তা পেলো নিকলীর ২৪০ দরিদ্র পরিবার
পপি ক্ষুদ্র ভাসমান বিদ্যালয় নিকলী, কিশোরগঞ্জ, দাতা সংস্থা লার্নিং ফর লাইফ এর সহযোগিতায় কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছাতিরচর ও সিংপুর ইউনিয়নের ২৪০ দরিদ্র ও অতি দরিদ্র অসহায় পরিবারের মাঝে কোভিড ১৯ মোকাবেলায় জরুরি ত্রান বিতরন করেন। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল ৩০ কেজি, ডাল ৪ কেজি, অালু ৪ কেজি, লবন ২ কেজি, সোয়াবিন তেল ২ লিটার, মাস্ক ৫ টি, রুমাল ৫ টি, হুইলপাউডার ও টেপসহ বালতি ১টি করে। এছাড়াও সকলের মাঝে করেনা বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেটও বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক অায়াজ। সভাপতিত্ব করেন ছাতিরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন। অারো উপস্থিত ছিলেন বাস্তবায়নকারী সংস্থা পপির প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ জহিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য বৃদ্ধ, স্কুল ব্যবস্হাপনা কমিটির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনেক পরিমান সামগ্রী এক সাথে পাওয়ার এলাকাবাসী ও উপকারভোগীরা পপিকে ধন্যবাদ জানান। তারা দূর্যোগকালীন সময়ে ত্রান বিতরন অব্যাহত রাখার জন্য দাতা সংস্থা , সরকারও পপিকে অনুরোধ করেন।