পাকুন্দিয়ায় একই পরিবারের ৫ জনসহ ৭ জনের করোনা শনাক্ত
মো: মঞ্জুরুল হক মঞ্জু: পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জনের দেহে করোনা ভাইরাস ( কোভিট-১৯) পজিটিব শনাক্ত হয়েছে।এর মধ্য একই পরিবারের ৫ জন।ইতি পূূর্বে উপজলার ১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।নতুন করে ৭ জনের করোনা হওয়ায় উপজেলায় করোনা পজিটিভের সংখ্যা দাঁড়াল ২৪। (৪ জুন) বৃহঃবার সকালে স্বাস্হ্য ও প’ প কর্মকর্তা ডা: জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্হ্য প’ প কর্মকর্তা ডা: জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার জানান’ গত ২৯ মে উপজেলার ২৯ টি নমুনা সগ্রহ করা হয়। বৃহঃবার 4 মে সকালে তারা রিপোট পেয়েছেন।রিপোট ৭ জনের করোনা পজিটিভ হওয়ায় বিষয়টি জানা গেছে।