তাড়াইলের ব্যবসায়ী শাহজাহান ভূঞা’র মৃত্যু

আমিনুল ইসলাম বাবুল :
কিশোরগঞ্জের তাড়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহজাহান ভূঞা (৬৬) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, মো. শাহজাহান ভূঞা ডায়াবেটিস, হৃদরোগ ও রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদের আগে শ্বাসকষ্ট নিয়ে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে শারীরিকভাবে সুস্থতা অনুভব করায় তিনি বাড়ি চলে যান।
ঈদের পর আবার গত ২৮ মে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে তিনি সেখানেই আইসোলেশনে ছিলেন।
মো. শাহজাহান ভূঞা তাড়াইল বাজারের মৃত আবদুল করিম ভূঞা’র ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি একজন সজ্জন ও আন্তরিক মানুষ ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ