পাকুন্দিয়ায় স্ত্রীর কামড়ে স্বামীর জিহ্বা কর্তন
মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কামড় দিয়ে স্বামীর জিহ্বা কেটে ফেলেছে স্ত্রী। স্বামী মামুন মিয়াকে (২২) কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত অনুমান ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার চর পলাশ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭/৮ মাস আগে চর পলাশ গ্রামের শামসুদ্দিনের ছেলে মামুন মিয়ার সাথে চন্ডিপাশা গ্রামের হারুন মিয়ার মেয়ে নূপুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার রাতে স্ত্রী নূপুর প্রথমে স্বামীর অন্ডকোষ চেপে ধরে। এ সময় স্বামী মামুন চিৎকার দিয়ে জিহ্বা বের করলে নূপুর জিহ্বায় কামড় দিয়ে কেটে ফেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানায়, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।